‘বহু ভাষায় শিক্ষার প্রসার; পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে কিশোরগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসের কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। র্যালিতে অংশ নেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলার কর্মকর্তা, কর্মচারী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মসূচী আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচীর প্রোগ্রাম হেডসহ শিক্ষক-সুপারভাইজার, ইউপিএমসহ অন্যান্য শ্রেণী-পেশার ব্যক্তি ও সুধীজন। র্যালিশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানেক প্রধান অতিথি ছিলৈন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, সিভিল সার্জন জনাব ডা. সাইফুল ইসলাম, সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব কাজী মহুয়া মমতাজ। আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার জনাব শামছুন নাহার মাকছুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মজিব আলম প্রমুখ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও অনুষ্ঠান উপস্থাপনা করেন কিশোরগঞ্জ জেলার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জনাব একেএম বজলুর রশীদ তালুকদার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস